স্যামসাং অফিসিয়ালি আগামী ১১ জুন উন্মোচন করতে যাচ্ছে গ্যালাক্সি এম৪০। মিড বাজেটের এই ফোনটি ভারতের বাজারে আসবে অ্যামাজনের মাধ্যমে।
ইতিমধ্যে স্যামসাং এর পক্ষ থেকে ফোনটির টিজার প্রকাশ করা হয়েছে। টিজার থেকে জানা গেছে, ফোনটিতে ইনফিনিটি-ও ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এটি এম সিরিজের প্রথম ফোন যেখানে পাঞ্চ হোল ডিসপ্লের দেখা পাওয়া যাবে।
ফোনটি বাজারে স্ন্যাপড্রাগণ ৬৭৫ প্রসেসরে আসতে পারে সাথে থাকবে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। ফোনটির পেছনে ট্রিপল ক্যামেরা থাকবে। মূল ক্যামেরাটি ৩২ মেগাপিক্সেলের। আর সেলফি তোলার জন্য থাকবে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা।
ভারতের বাজারে ফোনটির মূল্য হবে ২০ হাজার রুপি (২৪,২৬০ টাকা)। ১১ জুন ভারতে ফোনটি উন্মোচন করা হবে। এরপরেই হয়তো ফোনটি দেশের বাজারে পাওয়া যাবে।