রেডমির প্রথম ফ্ল্যাগশিপ ফোন রেডমি কে২০ প্রো এর অফিশিয়াল বক্স ও রিটেইল ইউনিটের ছবি প্রকাশিত হয়েছে। ছবি থেকে পুরোপুরি নিশ্চিত হওয়া গেছে ফোনটিতে স্ন্যাপড্রাগণ ৮৫৫ প্রসেসর ব্যবহার করা হবে।
রেডমি কে২০ ও কে২০ প্রো ২৮শে মে চীনে উন্মোচন করা হবে। তাই ফোনগুলোর প্যাকেজিং করার কাজ চলছে। সেই প্যাকেজিং এর ছবি প্রকাশিত হয়েছে উইবোতে।
ফোনটিতে স্ন্যাপড্রাগণ ৮৫৫ প্রসেসর, ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরাসহ ট্রিপল ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
আগামীকাল রেডমি কে সিরিজের ফোন উন্মোচন করা হবে। তাই ফোনগুলো নিয়ে বিস্তারিত জানতে চোখ রাখুন টেকি নাউ এর পাতায়।