রেডমি বাজারে নিয়ে আসতে যাচ্ছে তাদের প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন রেডমি কে২০ ও কে২০ প্রো। হাতের নাগালের মধ্যেই রাখা হয়েছে ফোনটির দাম।
সম্প্রতি চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে রেডমি কে২০ প্রো এর মূল্য ফাঁস হয়েছে। ফাঁস হওয়া তথ্য থেকে জানা গেছে, ফোনটি তিনটি ভেরিয়েন্টে বাজারে আসবে।

রেডমি কে২০ প্রো এর ফাঁস হওয়া দামঃ
- ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ- ২,৫৯৯ ইউয়ান (৩১,৬৬৫ টাকা)
- ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ- ২,৭৯৯ ইউয়ান (৩৪,১০০ টাকা)
- ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ-২,৯৯৯ ইউয়ান (৩৬,৫৩৬ টাকা)
আরো পড়ুনঃ গেমারদের জন্য দুর্দান্ত ফিচার নিয়ে আসছে রেডমি কে২০
২৮ মে রেডমি কে২০ ও কে২০ প্রো উন্মোচন করা হবে।