দেশের বাজারে স্বল্প বাজেটের মধ্যে স্মার্টফোন ওয়ালটন প্রিমো ইএম২ লঞ্চ করেছে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ালটন । ফোনটিতে থাকছে ১ গিগাবাইট র্যাম, ৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ।
ওয়ালটন প্রিমো ইএম২ এর ফুল স্পেসিফিকেশন:
ডিসপ্লেঃ
ফোনটিতে ৪.৯৫ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর রেজুলেশন ৯৬০*৪৮০ পিক্সেল। ডিসপ্লের সুরক্ষার জন্য উন্নত মানের গ্লাস ব্যবহার করা হয়েছে।
চিপসেটঃ
এতে Spreadtrum SC7731E চিপসেট ব্যবহার করা হয়েছে এবং জিপিউ হিসেবে থাকছে মালি-টি৮২০।
র্যাম ও স্টোরেজঃ
ফোনটিতে ১ জিবি র্যাম এবং ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে। যা চাইলে মাইক্রো এসডি কার্ড দিয়ে ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ক্যামেরাঃ
ফোনটিতে আরো থাকছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরার সাথে এলইডি ফ্ল্যাশ। সাথে থাকছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটিতে ৭২০ পিক্সেল রেজুলেশনে ভিডিও করা যাবে।
ব্যাটারি ও ওএসঃ
এতে ২,৯২০ মিলিঅ্যাম্পিয়ারের নন – রিমুভয়েবল ব্যাটারি রয়েছে। এর ফলে ব্যবহারকারীরা খুব সহজে অনেক সময় ধরে ফোনটি ব্যবহার করতে পারবে।
এর অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৮ ওরিও গো ব্যবহার করা হয়েছে।
অন্যান্যঃ
ফোনটিতে হেডফোন জ্যাক, জিপিএস ও রেডিও রয়েছে।
রঙ ও দামঃ
ফোনটি বাজারে ব্ল্যাক ও মর্ডান ব্ল্যাক এবং নীল রঙে পাওয়া যাচ্ছে।
ফোনটির মূল্য প্রায় ৪ হাজার ৬০০ টাকা।