রেডমি কিছুদিন আগে অফিসিয়ালি জানিয়েছে তাদের ফ্ল্যাগশিপ ফোনের নাম হবে রেডমি কে২০। এটিতে স্ন্যাপড্রাগণ ৮৫৫ প্রসেসর ব্যবহার করা হবে।
সম্প্রতি রেডমি কে২০ এর স্পেসিফিকেশন চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে প্রকাশিত হয়েছে।

রেডমি কে২০ এর সম্ভাব্য স্পেসিফিকেশনঃ
রেডমি কে২০ তে ৬.৩৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস ওলেড ডিসপ্লে ব্যবহার করা হবে। এর রেজুলেশন হবে ১০৮০*২৩৪০ পিক্সেল এবং রেশিও ১৯.৫ঃ৯। এতে পপআপ সেলফি ক্যামেরা ব্যবহার করা হবে।
ফোনটিতে স্ন্যাপড্রাগণ ৮৫৫ প্রসেসর ব্যবহার করা হবে। এর আনটুটু বেঞ্চমার্ক স্কোর ৪,৫৮,৭৫৪, যা অন্য সকল স্ন্যাপড্রাগণ ৮৫৫ প্রসেসরের ফোন থেকে বেশি। এতে ৬ + ৬৪, ৬ + ১২৮, ৮ + ১২৮, ৮ + ২৫৬ জিবি র্যাম ও ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টে আসবে।
এতে ট্রিপল রিয়ার ক্যামেরা ব্যবহার করা হবে। মূল ক্যামেরাটি ৪৮ (অ্যাপার্চার এফ/১.৭) মেগাপিক্সেলের সাথে থাকবে ১৩ (অ্যাপার্চার এফ/২.৪) মেগাপিক্সেলের সুপারওয়াইড লেন্স ও ৮ (অ্যাপার্চার এফ/২.৪) মেগাপিক্সেলের টেলিফটো লেন্স ব্যবহার করা হবে। সেলফি তোলার জন্য থাকবে ২০ (অ্যাপার্চার এফ/২.০) মেগাপিক্সেলের পপআপ সেলফি ক্যামেরা।
এতে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হবে, এর সাথে থাকবে ২৭ ওয়াটের রেপিড চার্জিং প্রযুক্তি। এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হবে কিনা তা জানা যায়নি। বাজারে কার্বন ফাইভার, নীল ও লাল রঙে আসতে পারে।
রেডমি কে২০ এই মাসের শেষ উন্মোচন করা হতে পারে। ভারতের বাজারে ফোনটি আসবে। আমাদের দেশেও ফোনটি পাওয়া যাবে।