ওয়ানপ্লাস ৭ সিরিজের পরপরই উন্মোচিত হলো আসুসের ফ্ল্যাগশিপ ফোন জেনফোন ৬। সাশ্রয়ী মূল্যের এই ফ্ল্যাগশিপ ফোনে ব্যবহারকারীরা যা চাই সব কিছুই থাকছে।
আসুস জেনফোন ৬ এর পুরো স্পেসিফিকেশন
ডিসপ্লেঃ

ফোনটিতে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর রেজুলেশন ১০৮০*২৩৪০ পিক্সেল এবং রেশিও ১৯.৫ঃ৯। স্ক্রিন থেকে বডি রেশিও ৮৩.৮%। ডিসপ্লের সুরক্ষার জন্য থাকছে গরিলা গ্লাস ৬।
চিপসেটঃ
এতে ২.৮৪ গিগাহার্জ অক্টাকোর স্ন্যাপড্রাগণ ৮৫৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর জিপিউ অ্যাড্রিনো ৬৪০।
আরো পড়ুনঃ স্ন্যাপড্রাগণ ৮৫৫ প্রসেসর, ৪৮ মেগাপিক্সেল ক্যামেরায় ওয়ানপ্লাস ৭
র্যাম ও স্টোরেজঃ
- ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ
- ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ
যা মাইক্রো এসডি কার্ড দিয়ে ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। মেমরি কার্ড ব্যবহারের জন্য আলাদা স্লট থাকবে।
ক্যামেরাঃ

ফোনটিতে ডুয়েল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। মূল ক্যামেরাটি ৪৮ (অ্যাপার্চার এফ/১.৮) মেগাপিক্সেলের ওয়াইড লেন্স এবং ১৩ (অ্যাপার্চার এফ/২.৪) মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা লেন্স। সাথে থাকছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ। যা দিয়ে ২১৬০ পিক্সেলে ভিডিও করা যাবে।

ফোনটিতে নেই কোনো সেলফি ক্যামেরা। ফোনটির পেছনের ক্যামেরায় ফ্লিপআপ হয়ে সেলফি ক্যামেরা হয়ে যাবে। এর ফলে সুন্দর ছবি তোলা যাবে।
ব্যাটারি ও ওএসঃ
ডিভাইসটিতে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যা দ্রুত গতিতে চার্জ দেওয়ার জন্য রয়েছে ১৮ ওয়াটের চার্জিং (কুইক চার্জ ৪)। এতে ১০ ওয়াটের রিভার্স চার্জ রয়েছে।
এর অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৯ পাই ও জেনইউআই ৬ ব্যবহার করা হয়েছে।
অন্যান্যঃ
ব্যবহারকারীর তথ্যের সুরক্ষার জন্য ফোনটির পেছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এতে হেডফোন জ্যাক, রেডিও রয়েছে।
রঙ ও দামঃ
ফোনটি বাজারে কালো ও সিলভার রঙে পাওয়া যাবে।
আসুস জেনফোন ৬ এর দাম ধরা হয়েছে ৫০০ ইউরো (৪৭,৩৩৫ টাকা)।
ফোনটি আগামী ২৩ মে থেকে ইউরোপের বাজারে পাওয়া যাবে। দেশের বাজারে কবে থেকে পাওয়া যাবে তা এখনো জানা যায়নি।