অপ্পোর সাবব্র্যান্ড রিয়েলমি নতুন স্মার্টফোন রিয়েলমি এক্স এর ছবি প্রকাশিত হয়েছে। ফোনটিতে ফুল স্ক্রিন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে পপআপ সেলফি ক্যামেরা থাকবে।
রিয়েলমি এক্স ফোনটি বাজারে সাদা ও নীল/পারপেল গ্রেডিয়েন্ট রঙে বাজারে আসবে। এতে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হবে। এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হবে।

ফোনটির পেছনে থাকবে ৪৮ ও ৫ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর, ক্যামেরার ঠিক নিচেই রয়েছে এলইডি ফ্ল্যাশ এবং আরেকটি নিচে রিয়েলমি এর ব্র্যান্ডিং। সেলফি তোলার জন্য এতে থাকবে ১৬ মেগাপিক্সেলের পপআপ ক্যামেরা।
এতে স্ন্যাপড্রাগণ ৭১০ প্রসেসর ব্যবহার করা হবে সাথে থাকবে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। এতে ৩,৬৮০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ব্যাটারি দ্রুত গতিতে চার্জ দেওয়ার জন্য রয়েছে ভোক ৩.০।
রিয়ালমি এক্স আগামী ১৫ মে চীনের বেইজিং-এ উন্মোচন করা হবে। সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।