গত বছর ৩১ মে শাওমি বাজারে উন্মোচন করেছিল তাদের জনপ্রিয় ফিটনেস ট্র্যাকার শাওমি মি ব্যান্ড ৩, যা বাজারে ব্যাপক সাড়া ফেলে। এরই ধারাবাহিকতায় শাওমি বাজারে আনছে মি ব্যান্ড ৪।
মি ব্যান্ড ৩ এর তুলনায় মি ব্যান্ড ৪ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপগ্রেড নিয়ে এসেছে। এতে কালার ডিসপ্লে, এনএফসি, জিপিএস; ২০ দিন ব্যাটারি লাইফ, ওয়াটার রেসিস্টেন্স আপ টু ৫০ মিটার; ম্যাগনেটিক চারজিং সুবিধা ও আরো বেশ কয়েকটি নতুন ফিচার রয়েছে।
এছাড়াও এতে রয়েছেঃ
- ১২৮*৮০ রেজুলেশন এর একটি ০.৭৮ ইঞ্চি কালার ওলেড টাচস্ক্রীন ডিসপ্লে, যা ইউজারকে সহজে বার্তা, ফিটনেস ডেটা ইত্যাদি পড়তে সহায়তা করবে।
- নতুন এই ফিটনেস ব্যান্ডে থাকবে এনএফসি সুবিধা।
- এতে আপডেটেড ব্লুটুথ ৫.০ ব্যবহার করা হবে ধারণা করা যায়।
- এতে থাকবে ইসিজি সেন্সর, যা ইতোমধ্যে Amazfit ফিটনেস ট্র্যাকার মধ্যে উপস্থিত রয়েছে।
শাওমি মি ব্যান্ড ৪ জুনের মাঝামঝি সময়ে উন্মোচন করা হতে পারে।