অপ্পো বাজারে নিয়ে আসতে যাচ্ছে নতুন ফোন, এর মডেল পিসিডিএম১০/পিসিডিটি১০। ফোনের তথ্য টেন্নাতে প্রকাশিত হয়েছে।
অপ্পো পিসিডিএম১০/পিসিডিটি১০ ফোনে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে ব্যবহার করা হবে। পেছনের দিকে সাদা, লাল, কালো ও পারপেলের গ্রেডিয়েন্ট রঙ ব্যবহার করা হবে।
ফোনটি দেখতে অপ্পো রেনো ও রেনো ১০এক্স জুম ফোনের মতো। এর পেছনে ডুয়েল ক্যামেরা থাকবে এবং ক্যামেরার ঠিক নিচে রয়েছে এলইডি ফ্ল্যাশ। তবে ফোনটির পেছনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখা যায়নি।
অপ্পো পিসিডিএম১০/পিসিডিটি১০ এর সম্ভাব্য স্পেসিফিকেশনঃ
ফোনটিতে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হবে। যার রেজুলেশন ১০৮০*২৩৪০ পিক্সেল। এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।
এতে ২.২ গিগাহার্জ অক্টাকোর স্ন্যাপড্রাগণ ৭১০ প্রসেসর ব্যবহার করা হবে। এর সাথে থাকবে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। তবে এতে মেমরি কার্ড স্লট থাকছে না।
ডিভাইসটির পেছনে ডুয়েল ক্যামেরা ব্যবহার করা হবে। মূল ক্যামেটি ৪৮ মেগাপিক্সেলের আর অন্যটি ৫ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর। সেলফি তোলার জন্য ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে।
এতে ৩,৯৬০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হবে। ফোনটিতে ফাস্ট চার্জিং প্রযুক্তি নেই। এর অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৯ পাই থাকবে।
ফোনটির নাম কি হবে তা এখনো জানা যায়নি। ফোনটি এই মাসেই উন্মোচন করা হবে।