স্যামসাং মিড বাজেটের বাজারে নিয়ে আসতে যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এম৫১। সম্প্রতি ফোনটির রেন্ডার ছবি এবং স্পেসিফিকেশন ফাঁস হয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এম৫১ ফোনে ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকছে। এর ডিসপ্লে রেজুলেশন ১০৮০*২৩৪০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ৬০ হার্জ। এতে পাঞ্চহোল সেলফি ক্যামেরা থাকছে।
ফোনটির পেছনে কোয়াড ক্যামেরা থাকছে। মূল ক্যামেরাটি ৬৪ (এফ/১.৮) মেগাপিক্সেলের ওয়াইড লেন্স, ১২ (এফ/২.২) মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, ৫ (এফ/২.৪) মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং ৫ (এফ/২.৪) মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স থাকছে। সেলফি তোলার ৩২ (এফ/২.২) মেগাপিক্সেলের পাঞ্চহোল ক্যামেরা।
আরো পড়ুনঃ স্যামসাং গ্যালাক্সি এম৫১ পুরো স্পেসিফিকেশন এবং দাম
এতে স্ন্যাপড্রাগণ ৭৩০জি প্রসেসর থাকছে। ফোনটিতে ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ব্যাটারি দ্রুত গতিতে চার্জ করার জন্য ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি। এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে।
স্যামসাং গ্যালাক্সি এম৫১ কবে উন্মোচন করা হবে তা এখনো জানা যায়নি।
প্রযুক্তি দুনিয়ার সকল খবর জানতে আমাদের সাথে থাকুন এবং যুক্ত হয়ে যান আমাদের ফেসবুক পেইজের সাথে।