রিয়েলমি মিড বাজেটের বাজারে নিয়ে আসতে যাচ্ছে আরএমএক্স২১৭৬ মডেলের একটি ফোন। এর সম্ভাব্য নাম হতে পারে রিয়েলমি ভি৫ প্রো।
সম্প্রতি চীনের টেলিকম অথরিটি টেন্নাতে রিয়েলমি আরএমএক্স২১৭৬ মডেলের একটি ফোনের ছবি এবং স্পেসিফিকেশন প্রকাশিত হয়েছে। ফোনটি খুব শীঘ্রই উন্মোচন করা হবে।
রিয়েলমি ভি৫ প্রো সম্ভাব্য স্পেসিফিকেশনঃ
- ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে
- স্ন্যাপড্রাগণ ৭৬৫জি প্রসেসর
- ৬ ও ৮ জিবি র্যাম এবং ১২৮ ও ২৫৬ জিবি স্টোরেজ
- ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার
- ৬৪ + ৮ + ২ + ২ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা
- ৩২ মেগাপিক্সেলের পাঞ্চহোল সেলফি ক্যামেরা
- ৪,২০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি
- ৫০ / ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি
রিয়েলমি ভি৫ প্রো কবে উন্মোচন করা হবে তা এখনো জানা যায়নি। ফোনটির বিস্তারিত সকল তথ্য জানতে আমাদের সাথে থাকুন।
প্রযুক্তি দুনিয়ার সকল খবর জানতে আমাদের সাথে থাকুন এবং যুক্ত হয়ে যান আমাদের ফেসবুক পেইজের সাথে।