হুয়াওয়ে উন্মোচন করতে যাচ্ছে নতুন একটি স্মার্টওয়াচ, এর নাম হুয়াওয়ে ওয়াচ ফিট। সম্প্রতি স্মার্টওয়াচটির স্পেসিফিকেশন, দাম এবং ছবি প্রকাশিত হয়েছে।
হুয়াওয়ে ওয়াচ ফিট সম্ভাব্য স্পেসিফিকেশনঃ
- ১.৬৪ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে
- ডিসপ্লে রেজুলেশন ৪৫৬*২৮০ পিক্সেল
- ডিসপ্লের ব্রাইটনেস কন্ট্রোল করার জন্য Ambient Light সেন্সর রয়েছে
- এতে হার্ট রেট সেন্সর, স্লিপ রেকডিং এবং অ্যাক্টিভিটি ট্র্যাকিং। এছাড়া আরো কিছু স্পোর্টস ফিচার রয়েছে
- ব্যাটারি সম্পর্কে জানা যায়নি, তবে একবার চার্জ করলে ১০ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে
- স্মার্টওয়াচটি ৫এটিএম পানি নিরোধক
হুয়াওয়ে ওয়াচ ফিট সেপ্টেম্বরে উন্মোচন করা হবে। এর সম্ভাব্য দাম হতে পারে ১১৯ ইউরো (১১,৯৪০ টাকা)।
প্রযুক্তি দুনিয়ার সকল খবর জানতে আমাদের সাথে থাকুন এবং যুক্ত হয়ে যান আমাদের ফেসবুক পেইজের সাথে।