স্মার্ট ঢাকা গড়ার লক্ষ্যে বনানী বাসস্ট্যান্ডে স্থাপন করা হয়েছে ‘স্মার্ট ল্যাম্প পোল’। এটিতে এলইডি লাইটের পাশাপাশি বিনামূল্যে ওয়াইফাই, বাতাসের দূষণ পর্যবেক্ষণ, স্মার্ট বিন, ডিজিটাল ডিসপ্লে সুবিধা থাকছে।
সোমবার এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে দেশের প্রথম স্মার্ট ল্যাম্প পোল চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ই-ডটকো বাংলাদেশ’র যৌথ উদ্দ্যোগে পরীক্ষামূলকভাবে এটি চালু করেছে। পরীক্ষামূলকভাবে সফল হলে এমন আরো ২০০ থেকে ২৫০টি ল্যাম্প পোল ২০২১ সালের মধ্যে উত্তর ঢাকার বিভিন্ন জায়গায় বসানো হবে।
স্মার্ট ল্যাম্প পোল রাস্তায় আলো দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা, সিসি ক্যামেরা বসিয়ে নিরাপত্তা নজরদারি, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য স্মার্ট বিন, বাতাসে বিশুদ্ধতা পরিমাপের সেন্সর এবং ডিজিটাল সাইন ডিসপ্লেসহ আরো কিছু ফিচার থাকছে। এক কথায় বলা যেতে পারে, এক টাওয়ারেই অনেক সেবা।
অনুষ্ঠানটিতে ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, নাগরিক সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে আগামী চার মাসের মধ্যে উন্মোচন করা হবে ‘সবার ঢাকা’ অ্যাপ।
প্রযুক্তি দুনিয়ার সকল খবর জানতে আমাদের সাথে থাকুন এবং যুক্ত হয়ে যান আমাদের ফেসবুক পেইজের সাথে।