ওয়ানপ্লাস নিয়ে এসেছে মিড বাজেটের ফোন ওয়ানপ্লাস নর্ড। ফোনটিতে ফ্লুয়িড অ্যামোলেড ডিসপ্লে, কোয়াড ক্যামেরা, ডুয়েল পাঞ্চহোল সেলফি ক্যামেরা এবং স্ন্যাপড্রাগণ ৭৬৫জি প্রসেসর ব্যবহার করা হয়েছে।
ওয়ানপ্লাস নর্ড ৫জি স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ
ফোনটিতে ৬.৪৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস ফ্লুয়িড অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর রেজুলেশন ১০৮০*২৪০০ পিক্সেল ও রেশিও ২০ঃ৯। এর স্ক্রিন থেকে বডি রেশিও ৮৬.৭%। এতে ৯০ হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের সুরক্ষার জন্য রয়েছে গরিলা গ্লাস ৫।
চিপসেটঃ
এতে ২.৪ গিগাহার্জ অক্টাকোর স্ন্যাপড্রাগণ ৭৬৫জি ৫জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর জিপিইউ হিসেবে অ্যাড্রিনো ৬২০ রয়েছে।
র্যাম ও স্টোরেজঃ
- ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ
- ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ
- ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ
ক্যামেরাঃ
ফোনটির পেছনে কোয়াড ক্যামেরা রয়েছে। মূল ক্যামেরাটি ৪৮ (এফ/১.৮) মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, ৮ (এফ/২.৩) মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স, ২ (এফ/২.৪) মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং ৫ (এফ/২.৪) মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে। এটি দিয়ে ৪কে রেজুলেশনে ভিডিও রেকর্ড করা যাবে।
ফোনটিতে পাঞ্চহোল ডুয়েল সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফোনটিতে ৩২ (এফ/২.৫) মেগাপিক্সেলের ওয়াইড লেন্স এবং ৮ (এফ/২.৫) মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স ব্যবহার করা হয়েছে। সেলফি ক্যামেরা দিয়ে ৪কে রেজুলেশনে ভিডিও করা যাবে।
ব্যাটারি ও ওএসঃ
ফোনটিতে ৪,১১৫ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ব্যাটারি দ্রুত গতিতে চার্জ করার জন্য রয়েছে ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি। এটি দিয়ে মাত্র ৩০ মিনিটে ৭০% চার্জ হবে।
এর অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১০ এবং অক্সিজেন ওএস ১০.০ ব্যবহার করা হয়েছে।
আরো পড়ুনঃ করোনায় সাধ ও সাধ্যের মধ্যে সেরা ১০টি মিড বাজেটের ফোন
অন্যান্যঃ
ব্যবহারকারীর তথ্যের সুরক্ষার জন্য ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এতে হেড ফোন জ্যাক নেই।
রঙ ও দামঃ
ফোনটি গ্রে এবং নীল রঙে বাজারে পাওয়া যাবে।
OnePlus Nord 5G Price in Bangladesh
- ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ- ২৪,৯৯৯ রুপি (২৮,৪১২ টাকা)
- ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ- ২৭,৯৯৯ রুপি (৩১,৮২২ টাকা)
- ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ- ২৯,৯৯৯ রুপি (৩৪,০৯৫ টাকা)
প্রযুক্তি দুনিয়ার সকল খবর জানতে আমাদের সাথে থাকুন এবং যুক্ত হয়ে যান আমাদের ফেসবুক পেইজের সাথে।
অনেক বেশি দাম!!!
ম্যাক্র & ডেপথ ক্যামেরা রেজুলেশন অনেক কম, ১৫ হাজার টাকার ফোনের মতোই! সে হিসেবে দাম অনেক হাই। এই দামে এর চেয়ে অনেক ভালো ফোন আছে মার্কেটে! এটার দাম ২৫০০০৳র উপরে হয় না।
অনেক ভালো ফোন এটা। আশা করি আপনারা এর রিভিউ দেবেন।
OnePlus does not go with without curved display,two sensor are poor in quad camera, overall design is back dated specially in camera position and mid-range but have no card slot, 3.5mm audio jack,price is too high i am totally disappointed.