সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নিচ্ছে ২৫টি ক্ষতিকর অ্যাপ। অ্যাপগুলো ইতিমধ্যে গুগল প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
সম্প্রতি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান এভিনারের পক্ষ থেকে ২৫টি অ্যাপের বিরুদ্ধে ফেসবুক ব্যবহারকারীদের তথ্য চুরি করার অভিযোগ করা হয়েছে। এই অভিযোগের পর গুগল প্লে স্টোর থেকে অ্যাপগুলো সরিয়ে দিয়েছে।
এভিনারের পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যাপগুলো ইতিমধ্যে ২.৩৪ মিলিয়নেরও বেশি বার ডাউনলোড হয়েছে। এই অ্যাপগুলো ফেসবুকের লগইন সংক্রান্ত তথ্যের সুযোগ নিয়ে ব্যবহারকারীদের তথ্য চুরি করছিলো। এমনকি এই অ্যাপগুলো ব্যবহারকারীদের পাসওয়ার্ডের মতো গুরুত্বপূর্ণ তথ্য রেকর্ড করে রাখে।
আপনার ফোনে নিম্নে উল্লেখিত ক্ষতিকর ২৫টি অ্যাপ থাকলে দ্রুত আনইনস্টল করে ফেলুন। ক্ষতিকর ২৫টি অ্যাপ হলো-
- সুপার ওয়ালপেপার্স ফ্লাশলাইট
- ওয়ালপেপার লেভেল
- প্যাডেনাফটার
- আইপ্লেয়ার অ্যান্ড আইওয়ালপেপার
- লেভেল ওয়ালপেপার
- কালার ওয়ালপেপার্স
- ভিডিও মেকার
- সুপার ব্রাইট ফ্ল্যাশলাইট
- পেডোমিটার
- সলিটায়ার গেম
- পাওয়ারফুল ফ্ল্যাশলাইট
- অ্যাকুরেট স্ক্যানিং অব কিউআর কোড
- জাঙ্ক ফাইল ক্লিনিং
- ক্ল্যাসিক কার্ড গেম
- এনিমি লাইভ ওয়ালপেপার
- সিনথেটিক জেড
- কম্পোজিট জেড
- ফাইল ম্যানেজার
- স্ক্রিনশট ক্যাপচার
- ডেইল হরোস্কোপ ওয়ালপেপার্স
- উক্সিয়া রিডার
- প্লাস ওয়েদার
- আইহেলথ স্টেপ কাউন্টার
- কম ডট টাইপ ডট ফিকশন অ্যাপ
- কনট্যুর লেভেল ওয়ালপেপার
প্রযুক্তি দুনিয়ার সকল খবর জানতে আমাদের সাথে থাকুন এবং যুক্ত হয়ে যান আমাদের ফেসবুক পেইজের সাথে।