লেনোভো জেড৬ প্রো উন্মোচনের পর এইবার লেনোভো নজর দিয়েছে মিড বাজেটের বাজারের দিকে। সেই লক্ষ্য নিয়ে বাজারে আসছে লেনোভো এল৩৮১১১ মডেলের একটি ফোন। এটি লেনোভো কে সিরিজের ফোন হতে পারে।
সম্প্রতি টেন্নাতে লেনোভোর নতুন এই ফোনের কিছু তথ্য ও ছবি প্রকাশিত হয়েছে। এতে ৬.৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে ব্যবহার করা হবে। ফোনটির পেছনে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ। মূল ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেলের হবে। সেলফি তোলার জন্য থাকবে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।
ফোনটিতে কোন প্রসেসর ব্যবহার করা হবে তা জানা যায়নি। এটি ৩, ৪ ও ৬ জিবি র্যাম এবং ৩২, ৬৪ ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টে বাজারে আসবে। যা মাইক্রো এসডি কার্ড দিয়ে বাড়ানো যাবে।
ফোনটিতে ৩,৯৩০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হবে। ব্যাটারি দ্রুতগতি চার্জ দেওয়ার জন্য থাকবে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি। এর অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৯ পাই ব্যবহার করা হবে।
ফোনটির পেছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি বাজারে কবে আসবে এবং এর নাম কি দেওয়া হবে তা এখনো জানা যায়নি।