গুগল ফটোস থেকে ফেসবুকে ছবি বা ভিডিও আপলোড করা খুব সহজ। এখন ফেসবুক যুক্ত করেছে নতুন ফিচার, এই ফিচারের মাধ্যমে ফেসবুক থেকে গুগল ফটোসে ছবি বা ভিডিও ট্রান্সফার করা যাবে।
ফেসবুকের এই নতুন ট্রান্সফার ফিচারের মাধ্যমে ফেসবুকে আপলোড করা ছবি ও ভিডিও গুগল ফটোসের সাথে সিঙ্ক করা যাবে এবং আপলোড করা মিডিয়া ট্রান্সফার করা যাবে।
যেভাবে ফেসবুক ছবি ও ভিডিও গুগল ফটোসে ট্রান্সফার করবেন
পদ্ধতি ১ঃ ছবি বা ভিডিও ট্রান্সফার টুলের মাধ্যমে
ফেসবুক এবং গুগল ফটোসের মধ্যে ডাটা ট্রান্সফার করতে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন-
- ফেসবুকে প্রবেশ করুন।
- এরপর Settings > Settings & privacy।
- তারপর Your Facebook Information Tab অপশনটি সিলেক্ট করুন।
- Transfer a copy of your photos or videos অপশনে ক্লিক করুন।
- তারপরের উইন্ডোতে আপনার পাসওয়ার্ড দিতে হবে।
- Choose Destination থেকে Google Photos সিলেক্ট করুন।
- আপনি ছবি বা ভিডিও থেকে একটি সিলেক্ট করুন।
- এরপর Next-এ ক্লিক করুন।
- তারপর আপনার গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড প্রদান করুন।
- ট্রান্সফার করা শেষ হলে ফেসবুক থেকে মেইল পাঠিয়ে নিশ্চিত করা হবে।
Transfer a copy of your photos or videos ফিচারটি ফেসবুকের অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপে রয়েছে।
নোটঃ ফেসবুক ডাটা ট্রান্সফার টুলটি এখনো সব দেশে চালু করা হয়নি। আশা করি খুব শীঘ্রই আমাদের দেশে ফিচারটি পাওয়া যাবে।
পদ্ধতি- ২ঃ ফেসবুক ছবি এবং ভিডিও ডাউনলোড
এটি একটি পুরাতন পদ্ধতি। এই পদ্ধতিতে ফেসবুকে আপলোড করা ছবি এবং ভিডিও ফোন বা পিসিতে ডাউনলোড করে তা গুগল ফটোসে আপলোড করতে পারেন। এর জন্য নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন-
- প্রথমে ফেসবুকে প্রবেশ করুন।
- এরপর Settings > Settings & privacy।
- তারপর Your Facebook Information Tab অপশনটি সিলেক্ট করুন।
- Download your information অপশনে ক্লিক করুন।
- এখানে সব কিছু স্বয়ংক্রিয়ভাবে সিলেক্ট করা থাকবে। আপনি তা ডিসিলেক্ট করে শুধুমাত্র ছবি এবং ভিডিও সিলেক্ট করুন।
- Create File-এ ক্লিক করুন।
- ডাটা ট্রান্সফার শেষ হওয়ার ফেসবুক থেকে নোটিফিকেশন পাঠানো হবে।
- এরপর নোটিফিকেশনে ক্লিক করে Available Copies সেকশনে গিয়ে ডাটা ডাউনলোড করে নিন।
ফেসবুক অ্যাপের মাধ্যমেও একই পদ্ধতি অনুসরণ করে ডাটা ডাউনলোড করতে পারবেন।
আশা করি আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।
আরো পড়ুনঃ
- কিভাবে ফেসবুকে কার্টুন আবতার তৈরি করবেন | মেসেঞ্জারে ব্যবহার করুন আবতার স্টিকার
- ফ্রিতে কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড করার সেরা ৭টি সাইট
- সেরা ৭টি ফ্রি ও পেইড ছবি হোস্টিং সাইট
- সেরা ৯টি টরেন্ট অ্যাপ এবং টরেন্ট ডাউনলোডার
- সেরা ১৭টি ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল
- ৭টি সেরা ফ্রি পিডিএফ এডিটর
প্রযুক্তি দুনিয়ার সকল খবর জানতে আমাদের সাথে থাকুন এবং যুক্ত হয়ে যান আমাদের ফেসবুক পেইজের সাথে।