গত মাসে অনার উন্মোচন করেছে অনার প্লে ৪টি এবং প্লে ৪টি প্রো। সম্প্রতি অনার প্লে ৪ প্রো ফোনে রেন্ডার ছবি এবং স্পেসিফিকেশন ফাঁস হয়েছে।
অনার প্লে ৪ সিরিজের সাথে যুক্ত হতে যাচ্ছে নতুন ডিভাইস অনার প্লে ৪ প্রো। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবো এবং জেডি ডট কম রেন্ডার ছবি এবং স্পেসিফিকেশন প্রকাশিত হয়েছে।
অনার প্লে ৪ প্রো ফোনে এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে কিরিন ৮২০ ৫জি প্রসেসর ব্যবহার করা হয়েছে।
আরো পড়ুনঃ মিড বাজেটের বাজারে এসেছে অনার প্লে ৪টি
ফোনটির পেছনে ডুয়েল ক্যামেরা এবং সেলফি তোলার ডুয়েল পাঞ্চহোল সেলফি ক্যামেরা থাকছে। ফোনটির পেছনে সনি আইএমএক্স৬০০ওয়াই ক্যামেরা সেন্সর থাকছে।
ফোনটির ব্যাটারি কত মিলিঅ্যাম্পিয়ারের তা জানা যায়নি, তবে এতে ৪০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকছে। এতে ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে।
আরো পড়ুনঃ অনার প্লে ৪টি প্রো ট্রিপল ক্যামেরা ও ৪০০০ মিলি ব্যাটারিতে এসেছে
অনার প্লে ৪ প্রো কবে উন্মোচন করা হবে তা জানা যায়নি। ফোনটির বিস্তারিত তথ্য জানতে আমাদের সাথেই থাকুন।
প্রযুক্তি দুনিয়ার সকল খবর জানতে আমাদের সাথে থাকুন এবং যুক্ত হয়ে যান আমাদের ফেসবুক পেইজের সাথে।