নকিয়া নিয়ে এসেছে নতুন ফিচার ফোন নকিয়া ১৫০ (২০২০)। ফোনটিতে রঙ্গিন ডিসপ্লে, ক্যামেরা এবং ১,০২০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
নকিয়া ১৫০ (২০২০) স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ
ফোনটিতে ২.৪ ইঞ্চি টিএফটি রঙ্গিন ডিসপ্লে ব্যহার করা হয়েছে। এর ডিসপ্লে রেজুলেশন ২৪০*৩২০ পিক্সেল এবং রেশিও ৪ঃ৩। স্ক্রিন থেকে বডি রেশিও ২৬.৮%।
স্টোরেজঃ
এতে ৪ মেগাবাইট ইন্টারনাল স্টোরেজ রয়েছে। যা মেমরি কার্ড দিয়ে বাড়ানো যাবে। ফোনটিতে সর্বমোট ২ হাজার নাম্বার সেইভ করা যাবে। এতে রয়েছে কল রেকড করার ফিচার।
ক্যামেরাঃ
নকিয়া ১৫০ ফোনের পেছনে রয়েছে একটি ভিজিএ ক্যামেরা সেন্সর এবং ফ্ল্যাশ লাইট। এটি দিয়ে ছবি তোলার পাশাপাশি ভিডিও রেকর্ড করা যাবে।
ব্যাটারিঃ
ফোনটিতে ১,০২০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এর ব্যাটারি স্ট্যান্ড-বাই ৫৬০ ঘণ্টা এবং টক টাইম ১৯ ঘণ্টা।
অন্যান্যঃ
বিভিন্ন কিছু শেয়ার করার জন্য এতে রয়েছে ব্লুটুথ ৩.০ প্রযুক্তি। হেডফোন জ্যাক এবং রেডিও রয়েছে। এতে রয়েছে মাইক্রো ইউএসবি ২.০।
আরো পড়ুনঃ নকিয়া ১২৫ পুরো স্পেসিফিকেশন এবং দাম
রঙ ও দামঃ
ফোনটি সায়ান, লাল এবং কালো রঙে বাজারে পাওয়া যাবে।
Nokia 150 (2020) Price in Bangladesh
নকিয়া ১৫০ দাম ধরা হয়েছে ২৯ ডলার (২,৪৬৫ টাকা)।
নকিয়া ১৫০ (২০২০) দেশের বাজারে আসলে দাম জানিয়ে দেওয়া হবে।
প্রযুক্তি দুনিয়ার সকল খবর জানতে আমাদের সাথে থাকুন এবং যুক্ত হয়ে যান আমাদের ফেসবুক পেইজের সাথে।