১১ই মে রিয়েলমি নিয়ে আসতে যাচ্ছে রিয়েলমি নারজো ১০ এবং নারজো ১০এ। রিয়েলমি নারজো ১০ ফোনে হেলিও জি৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
রিয়েলমির পক্ষ থেকে এখনো রিয়েলমি নারজো ১০ ফোনের পুরো স্পেসিফিকেশন প্রকাশ করা হয়নি। তবে কিছু স্পেসিফিকেশন জানানো হয়েছে, এতে ৬.৫ ইঞ্চি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা, রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে।
তবে বিভিন্ন তথ্য থেকে জানা গেছে, ফোনটি রিয়েলমি ৬আই এর রি-ব্র্যান্ডেড সংস্করণ হতে পারে। যদি তা সত্যি হয়ে থাকে তাহলে ফোনটিতে এইচডি প্লাস স্ক্রিন, ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৪৮ + ৮ + ২ + ২ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি।
রিয়েলমি নারজো ১০ এর সাথে ১১ই মে তে আসছে নারজো ১০এ। এটি রিয়েলমি সি৩ এর রিব্র্যান্ডেড হতে পারে। ফোনটিতে হেলিও জি৭০ প্রসেসর, ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, ১২ + ২ + ২ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং ১০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকছে।

রিয়েলমি নারজো ১০ এবং নারজো ১০এ ১১ই মে উন্মোচন করা হবে। ফোন দুটির বিস্তারিত সকল স্পেসিফিকেশন জানতে আমাদের সাথেই থাকুন।
আরো পড়ুনঃ রিয়েলমি ইউআই তে এন্ট্রি লেভেলের বাজারে এসেছে রিয়েলমি সি৩
প্রযুক্তি দুনিয়ার সকল খবর জানতে আমাদের সাথে থাকুন এবং যুক্ত হয়ে যান আমাদের ফেসবুক পেইজের সাথে।