অনার আগামী মাসে নিয়ে আসতে যাচ্ছে অনার এক্স১০। ফোনটির স্পেসিফিকেশন এবং ছবি চীনের টেলিকম অথরিটি টেন্নাতে প্রকাশিত হয়েছে।
অনার এক্স১০ ফোনে ৬.৬৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে থাকছে। এর ডিসপ্লে রেজুলেশন ১০৮০*২৪০০ পিক্সেল এবং রেশিও ২০ঃ৯। ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে।
ফোনটির পেছনে ট্রিপল ক্যামেরা থাকছে। মূল ক্যামেরাটি ৪০ মেগাপিক্সেলের ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। এতে সনি আইএমএক্স৬০০ওয়াই ক্যামেরা সেন্সর থাকছে। সেলফি তোলার জন্য থাকছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা।
অনার ১০এক্স ফোনটিতে ২.৩ গিগাহার্জ অক্টাকোর কিরিন ৮২০ ৫জি প্রসেসর থাকছে। এর সাথে থাকছে ৪, ৬ ও ৮ জিবি র্যাম এবং ৬৪, ১২৮ ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।
ফোনটিতে ৪,২০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে। ব্যাটারি দ্রুত গতিতে চার্জ করার জন্য থাকছে ২২.৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি।
অনার এক্স১০ কবে উন্মোচন করা হবে তা জানা যায়নি, তবে আগামী মাসে উন্মোচন করা হতে পারে।
প্রযুক্তি দুনিয়ার সকল খবর জানতে আমাদের সাথে থাকুন এবং যুক্ত হয়ে যান আমাদের ফেসবুক পেইজের সাথে।