রিয়েলমি নিয়ে এসেছে রিয়েলমি এক্স৫০এম ৫জি। রিয়েলমি এক্স৫০এম ফোনে ১২০ হার্জ রিফ্রেশ রেট, স্ন্যাপড্রাগণ ৭৬৫জি প্রসেসর, ডুয়েল পাঞ্চহোল সেলফি ক্যামেরা এবং ৪,২০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
রিয়েলমি এক্স৫০এম ৫জি স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ
ফোনটিতে ৬.৫৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর রেজুলেশন ১০৮০*২৪০০ পিক্সেল ও রেশিও ২০ঃ৯। এর স্ক্রিন থেকে বডি রেশিও ৮৪.৮%। এর ডিসপ্লে রিফ্রেশ রেট ১২০ হার্জ।
চিপসেটঃ
এতে ২.৪ গিগাহার্জ অক্টাকোর স্ন্যাপড্রাগণ ৭৬৫জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর জিপিইউ হিসেবে অ্যাড্রিনো ৬২০ রয়েছে।
আরো পড়ুনঃ বাজার কাঁপাতে এসেছে রিয়েলমি এক্স৫০ ৫জি
র্যাম ও স্টোরেজঃ
- ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ
- ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ
এতে মেমরি কার্ড স্লট নেই।
ক্যামেরাঃ
ফোনটির পেছনে কোয়াড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। মূল ক্যামেরাটি ৪৮ (এফ/১.৮) মেগাপিক্সেলের ওয়াইড লেন্স, ৮ (এফ/২.৩) মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, ২ (এফ/২.৪) মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং ২ (এফ/২.৪) মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে। এর ক্যামেরা দিয়ে ২১৬০ পিক্সেলে ভিডিও রেকর্ড করা যাবে।
সেলফি তোলার জন্য ১৬ (এফ/২.০) মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা এবং ২ (এফ/২.৪) মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ডুয়েল পাঞ্চহোল সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এটি দিয়ে ১০৮০ পিক্সেলে ভিডি করা যাবে।
ব্যাটারি ও ওএসঃ
দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য ফোনটিতে ৪,২০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ব্যাটারি দ্রুত গতিতে চার্জ করার জন্য রয়েছে ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি। এটি দিয়ে মাত্র ৩০ মিনিটে ৭০% ব্যাটারি চার্জ করা যাবে।
এর অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১০ এবং রিয়েলমি ইউআই ব্যবহার করা হয়েছে।
আরো পড়ুনঃ স্ন্যাপড্রাগণ ৮৬৫ ও ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং এসেছে রিয়েলমি এক্স৫০ প্রো ৫জি
অন্যান্যঃ
ব্যবহারকারীর তথ্যের সুরক্ষার জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এতে হেডফোন জ্যাক নেই।
রঙ ও দামঃ
ফোনটি নীল এবং সাদা রঙে বাজারে পাওয়া যাবে।
Realme X50m Price in Bangladesh
- ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ- ১,৯৯৯ ইউয়ান (২৪,১১২ টাকা)
- ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ- ২,২৯৯ ইউয়ান (২৭,৭৩০ টাকা)
রিয়েলমি এক্স৫০এম দেশের বাজারে আসলে দাম জানিয়ে দেওয়া হবে।
প্রযুক্তি দুনিয়ার সকল খবর জানতে আমাদের সাথে থাকুন এবং যুক্ত হয়ে যান আমাদের ফেসবুক পেইজের সাথে।