রেডমি ২৭ই এপ্রিল নিয়ে আসতে যাচ্ছে তাদের প্রথম ট্যাবলেট রেডমি প্যাড ৫জি। সম্প্রতি রেডমি প্যাড ৫জি এর একটি পোস্টার প্রকাশিত হয়েছে। এতে ফোনটির স্পেসিফিকেশন এবং ছবি প্রকাশিত হয়েছে।
রেডমি প্যাড ৫জি তে ৯০ হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকছে। এর রেজুলেশন এবং ডিসপ্লে সম্পর্কে জানা যায়নি। প্যাডটির পেছনে ৪৮ মেগাপিক্সেলের সনি সেন্সর থাকছে। এটি হতে যাচ্ছে বর্তমানে থাকা সকল ট্যাবলেটের মধ্যে সর্বোচ্চ রেজুলেশনের ক্যামেরার ট্যাব।
এতে স্ন্যাপড্রাগণ ৭৬৫জি প্রসেসর থাকছে। এতে ৫জি প্রযুক্তি থাকছে। ট্যাবটির ব্যাটারি সম্পর্কে জানা যায়নি, তবে ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকছে।
পোস্টারে রেডমি প্যাড ৫জি এর দাম ১,৯৯৯ ইউয়ান (২৩,৯৭০ টাকা) উল্লেখ করা হয়েছে। এটি কবে উন্মোচন করা হবে তা জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে ২৭ এপ্রিল মিইউআই ১২ এবং মি ১০ ইয়ুথ এডিশন এর সাথে উন্মোচন করা হতে পারে।
প্রযুক্তি দুনিয়ার সকল খবর জানতে আমাদের সাথে থাকুন এবং যুক্ত হয়ে যান আমাদের ফেসবুক পেইজের সাথে।