অপ্পো ১লা মে উন্মোচন করতে পারে নতুন ফোন অপ্পো এ৫২। সম্প্রতি ফোনটির স্পেসিফিকেশন, ছবি এবং দাম ফাঁস হয়েছে।
অপ্পো এ৫২ ফোনে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস পাঞ্চহোল ডিসপ্লে থাকছে। এতে স্ন্যাপড্রাগণ ৬৬৫ প্রসেসর থাকছে। এর সাথে থাকছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।
ফোনটির পেছনে কোয়াড ক্যামেরা থাকছে। মূল ক্যামেরাটি ১২ মেগাপিক্সেলের, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের দুটি লেন্স থাকছে। সেলফি তোলার জন্য থাকছে ৮ মেগাপিক্সেলের পাঞ্চহোল সেলফি ক্যামেরা।
এতে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে। এর সাথে থাকছে ফাস্ট চার্জিং প্রযুক্তি। এর অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১০ থাকছে।
অপ্পো এ৫২ ফোনের সম্ভাব্য দাম হতে পারে ১,৭৯৯ ইউয়ান (২১,৫১৫ টাকা)। ফোনটি ১লা মে উন্মোচন করা হতে পারে।
প্রযুক্তি দুনিয়ার সকল খবর জানতে আমাদের সাথে থাকুন এবং যুক্ত হয়ে যান আমাদের ফেসবুক পেইজের সাথে।