অপ্পো ১৩ই এপ্রিল নিয়ে আসতে যাচ্ছে অপ্পো এইস ২ ৫জি। নাম দেখে কি অবাক হচ্ছেন, অপ্পো রেনো এইস ২ হলো অপ্পো এইস ২। ফোনটি উন্মোচন হওয়ার আগে স্পেসিফিকেশন এবং ছবি প্রকাশিত হয়েছে।
সম্প্রতি চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে অপ্পো অফিসিয়ালি অপ্পো এইস ২ ফোনের পোস্টার প্রকাশ করেছে। এর মাধ্যমে অপ্পো অফিসিয়ালি নিশ্চিত করেছে ফোনটি ১৩ই এপ্রিল উন্মোচন করা হবে এবং কিছু স্পেসিফিকেশন।
পোস্টারটি থেকে জানা গেছে, ফোনটিতে ৯০ হার্জ রিফ্রশ রেটের ডিসপ্লে এবং ১৮০ হার্জ টার্চ সেম্পলিং রেট থাকছে। এতে ২য় প্রজন্মের ৪ডি ভাইব্রেশন এবং ৪ডি ইন্টারনাল কুলিং প্রযুক্তি থাকছে। এর মানে এটিতে গেমিং ফোনের স্পেসিফিকেশন দেখা যাবে, তবে এটি কোনো গেমিং ফোন নয়।
পুরো স্পেসিফিকেশনঃ অপ্পো এইস ২ স্পেসিফিকেশন
এর আগে ফাঁস হওয়া কিছু তথ্য থেকে জানা গেছে, ফোনটিতে স্ন্যাপড্রাগণ ৮৬৫ প্রসেসর এবং ৫জি প্রযুক্তি থাকছে। এতে ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি এবং ৪০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং থাকছে।
অপ্পো এইস ২ সম্ভাব্য দাম হতে পারে ৪,৩৯৯ ইউয়ান (৫২,৮২৫ টাকা)। ফোনটি নিয়ে বিস্তারিত সকল তথ্য জানতে আমাদের সাথেই থাকুন।
Bangladesh koba asba
১৩ই এপ্রিল