গত সপ্তাহে উন্মোচিত হওয়া রিয়েলমি ৩ প্রো, এবার ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট নিয়ে আসছে। এর আগে ৪+৬৪ জিবি ও ৬+১২৮ জিবি ভেরিয়েন্ট এসেছিলো।
রিয়েলমি জানিয়েছে, জুলাই মাসে ফোনটির ৮ জিবি ভেরিয়েন্ট সংস্করণ বাজারে নিয়ে আসা হবে।
রিয়েলমি ৩ প্রো ফোনটিতে ৬.৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে ২.২ গিগাহার্জ অক্টাকোর স্ন্যাপড্রাগণ ৭১০ প্রসেসর এবং জিপিউ অ্যাড্রিনো ৬১৬।
বিস্তারিত পড়ুনঃ রেডমি নোট ৭ প্রো কে টেক্কা দিতে রিয়েলমি ৩ প্রো
ফোনটির পেছনে ১৬+৫ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা এবং সেলফি তোলার জন্য ২৫ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এতে ৪,০৪৫ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি সাথে দ্রুত গতিতে চার্জ দেওয়ার জন্য ভোক ৩.০ রয়েছে। এর অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৯.০ পাই এবং কালারওএস ৬ ব্যবহার করা হয়েছে।
ফোনটি বাজারে কার্বণ গ্রে, নাইট্রো ব্লু এবং লাইটিনিং পারপেল রঙে পাওয়া যাবে। তবে লাইটিনিং পারপেল ভেরিয়েন্ট মে মাসে বাজারে আসবে।
রিয়েলমি ৩ প্রো এর মূল্য ধরা হয়েছেঃ
- ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ- ১৩,৯৯৯ রুপি (১৬,৯৬৬ টাকা)
- ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ- ১৫,৯৯৯ রুপি (১৯,২৩৫ টাকা)
- ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ- ১৬,৯৯৯ রুপি (২০,৬০০ টাকা)
রিয়েলমি ৩ প্রো দেশের বাজারে কবে আসবে তা এখনো জানা যায়নি, তবে আশা করা যায় খুব শীঘ্রই দেশের বাজারে পাওয়া যাবে।