ভিভো নিয়ে আসতে যাচ্ছে ভিভো ওয়াই৫০। ফোনটি উন্মোচনের আগেই ফাঁস হয়েছে অফিসিয়াল স্পেসিফিকেশন, রেন্ডার ছবি এবং দাম।
ভিভো ওয়াই৫০ ফোনে ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস আল্ট্রা ও (পাঞ্চহোল) ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, এর রেজুলেশন ১০৮০*২৩৪০ পিক্সেল। এর পাঞ্চহোল ক্যামেরাটি উপরে বাম দিকে রয়েছে।
এতে স্ন্যাপড্রাগণ ৬৬৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর সাথে থাকছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। এটি ৬ জিবি র্যাম ভেরিয়েন্টেও পাওয়া যাবে।
ভিভো ওয়াই৫০ ফোনের পেছনে কোয়াড ক্যামেরা থাকছে। মূল ক্যামেরাটি ১৩ মেগাপিক্সেলের ওয়াইড লেন্স, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেলের প্রোট্রেট লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে। সেলফি ক্যামেরাটি কত মেগাপিক্সেলের হবে তা জানা যায়নি।
এতে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে। এটি দ্রুত গতিতে চার্জ করার জন্য থাকছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি। এর অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ১০।
ভিভো কম্বোডিয়া ফেসবুক পেইজে প্রকাশিত ছবি থেকে জানা গেছে, ভিভো ওয়াই৫০ ফোনের ২৪৯ ডলার (২১,১৪০ টাকা)। ফোনটি কবে উন্মোচন করা হবে তা এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই উন্মোচন করা হবে।