হুয়াওয়ে ফেব্রুয়ারিতে উন্মোচন করেছিলো নোভা ৭আই। এবার হুয়াওয়ে ২৩ই এপ্রিল নিয়ে আসতে যাচ্ছে হুয়াওয়ে নোভা ৭, নোভা ৭ এসই এবং নোভা ৭ প্রো।
সম্প্রতি প্রকাশিত ফাঁস হওয়া তথ্য থেকে জানা গেছে, হুয়াওয়ে নোভা ৭, নোভা ৭ এসই এবং নোভা ৭ প্রো ২৩ই এপ্রিল উন্মোচন করা হতে পারে এবং ২৮ই এপ্রিল বাজারে পাওয়া যাবে।
হুয়াওয়ে নোভা ৭ ফোনে কিরিন ৯৮৫, নোভা ৭ প্রো তে কিরিন ৯৯০ এবং নোভা ৭ এসই তে কিরিন ৮২০ প্রসেসর থাকছে।
আরো পড়ুনঃ ২৩ এপ্রিল আসছে হুয়াওয়ে নোভা ৭ সিরিজ
তিনটি ফোনেই থাকছে ৫জি প্রযুক্তি। হুয়াওয়ে নোভা ৭ প্রো দাম হতে পারে ৩,৫০০ ইউয়ান (৪১,৯০০ টাকা)। অন্য দুটি ভেরিয়েন্টের দাম এর থেকে কম হবে।
হুয়াওয়ে নোভা ৭ সিরিজ ২৩ই এপ্রিল উন্মোচন করা হতে পারে। ফোনগুলোর সকল তথ্য জানতে আমাদের সাথেই থাকুন।