ওয়ানপ্লাস নিয়ে এসেছে ওয়ানপ্লাস ৮ ও ৮ প্রো। ওয়ানপ্লাস ৮ প্রো ফোনে কোয়াড ক্যামেরা, স্ন্যাপড্রাগণ ৮৬৫ প্রসেসর এবং ৪,৫১০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
ওয়ানপ্লাস ৮ প্রো স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ
ফোনটিতে ৬.৭৮ ইঞ্চি কিউ এইচডি প্লাস ফ্লুয়িড অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর রেজুলেশন ১৪৪০*৩১৬৮ পিক্সেল ও স্ক্রিন থেকে বডি রেশিও ৯০.৮%। ডিসপ্লে রিফ্রেশ রেট ১২০ হার্জ। এতে পাঞ্চহোল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর ডিসপ্লে সুরক্ষার জন্য রয়েছে গলিরা গ্লাস ৫।
চিপসেটঃ
এতে ২.৮৪ গিগাহার্জ অক্টাকোর স্ন্যাপড্রাগণ ৮৬৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর জিপিইউ হিসেবে অ্যাড্রিনো ৬৫০ রয়েছে।
র্যাম ও স্টোরেজঃ
- ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ
- ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ
এতে এলপিডিডিআর৫ র্যাম ব্যবহার করা হয়েছে। এতে থাকছে না মেমরি কার্ড স্লট।
ক্যামেরাঃ
ফোনটির পেছনে কোয়াড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। মূল ক্যামেরাটি ৪৮ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স, ৮ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং ৫ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে। এর ক্যামেরা দিয়ে ৪কে রেজুলেশনে ভিডিও রেকর্ড করা যাবে।
সেলফি তোলার জন্য এতে ১৬ (এফ/২.০) মেগাপিক্সেলের পাঞ্চহোল সেলফি ক্যামেরা রয়েছে। এটি দিয়ে ১০৮০ পিক্সেলে ভিডিও রেকর্ড করা যাবে।
আরো পড়ুনঃ ওয়ানপ্লাস ৮ স্পেসিফিকেশন
ব্যাটারি ও ওএসঃ
দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য ফোনটিতে ৪,৫১০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ব্যাটারি দ্রুত গতিতে চার্জ করার জন্য ৩০ ওয়াটের ওয়ার্প চার্জিং প্রযুক্তি। এটি দিয়ে ৫০% চার্জ হতে ২৩ মিনিট লাগবে।
এর অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১০ ও অক্সিজেন ওএস ১০.০ ব্যবহার করা হয়েছে।
অন্যান্যঃ
ব্যবহারকারীর তথ্যের সুরক্ষার জন্য ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। এতে হেডফোন জ্যাক নেই।
রঙ ও দামঃ
ফোনটি কালো, সবুজ, নীল ও গ্রেডিয়েন্ট রঙে বাজারে পাওয়া যাবে।
OnePlus 8 Pro Price in Bangladesh
- ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ- ৮৯৯ ডলার (৭৬,৩৩৫ টাকা)
- ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ- ৯৯৯ ডলার (৮৪,৮২৫ টাকা)