আগামীকাল উন্মোচন করা হবে বহুল প্রতীক্ষিত রেডমি কে৩০ প্রো। তবে উন্মোচনের আগেই ফোনটির দাম ফাঁস হয়েছে।
রেডমি কে৩০ প্রো দুটি ভেরিয়েন্টে বাজারে আসবে। ফাঁস হওয়া দামগুলো হলো-
- ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ- ৩,৬৯৯ ইউয়ান (৪৪,১০০ টাকা)
- ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ (জুম ভার্সন)- ৩,৯৯৯ ইউয়ান (৪৭,৫০০ টাকা)
বিস্তারিত পড়ুনঃ পপআপ সেলফি ক্যামেরায় এসেছে রেডমি কে৩০ প্রো
রেডমি কে৩০ প্রো ফোনের নরমাল ভার্সন ও জুম ভার্সনের মাঝে কি কি পার্থক্য থাকবে তা এখনো সঠিকভাবে জানানো হয়নি। তবে ইতিমধ্যে জানা গেছে, কে৩০ প্রো নরমাল ভার্সনে ৩গুণ অপটিক্যাল জুমের টেলিফটো লেন্স থাকছে। এটি দিয়ে ৩০গুণ পর্যন্ত ডিজিটাল জুম পাওয়া যাবে।
রেডমি কে৩০ প্রো তে ৬.৬৭ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকছে। এতে স্ন্যাপড্রাগণ ৮৬৫ প্রসেসর থাকছে। পেছনে থাকছে কোয়াড ক্যামেরা এবং পপআপ সেলফি ক্যামেরা।
রেডমি কে৩০ প্রো ২৪শে মার্চ উন্মোচন করা হবে। ফোনটি নিয়ে বিস্তারিত সকল তথ্য জানতে আমাদের সাথেই থাকুন।