ভিভো উন্মোচন করতে যাচ্ছে নতুন স্মার্টফোন ভিভো ভি১৯। ফোনটি ভারতের বাজারে ৩রা এপ্রিল উন্মোচন করা হতে পারে।
ভিভো ভি১৯ উন্মোচনের তারিখ করোনা ভাইরাসের কারণে পেছানে হয়েছে। ২৬শে মার্চ উন্মোচন করা হলেও তা আবারো পেছানো হয়েছে।
ভিভো ইতিমধ্যে ফোনটির কিছু স্পেসিফিকেশন প্রকাশ করেছে। ভিভো ভি১৯ ফোনের ডুয়েল সেলফি ক্যামেরা এবং কোয়াড রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সেলফি ক্যামেরা ৩২ ও ৮ মেগাপিক্সেলের পাঞ্চহোল ক্যামেরা।
এতে স্ন্যাপড্রাগণ ৭১২ প্রসেসর ব্যবহার করা হবে। এর ব্যাটারি চার্জ ক্রার জন্য থাকছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি।
ভিভো ভি১৯ ফোনটি সম্ভাব্য দাম হতে পারে ২৬,৯৯০ রুপি (৩০,০৬০ টাকা) হতে পারে। ফোনটি ৩রা এপ্রিল ভারতের বাজারে উন্মোচন করা হতে পারে।
bangaladesh koba asba?
এপ্রিলের পরপরই হয়তো আনঅফিসিয়ালি চলে আসবে।