এ বছর স্ন্যাপড্রাগণ ৮৬৫ প্রসেসরে আসছে রেডমি কে৩০ প্রো। এটি হতে যাচ্ছে সবচেয়ে দামে সস্তা ফ্ল্যাগশিপ স্মার্টফোন।
ভারতীয় লিকার ইশান আগারওয়াল জানিয়েছে, রেডমি কে৩০ প্রো হতে যাচ্ছে অন্যতম সস্তা অথবা সবচেয়ে সস্তা স্ন্যাপড্রাগণ ৮৬৫ প্রসেসরের স্মার্টফোন। ফোনটির দামের সাথে সাথে ভালো স্পেসিফিকেশনের দিকে লক্ষ্য রেখেছে।
বিস্তারিত পড়ুনঃ পপআপ সেলফি ক্যামেরায় এসেছে রেডমি কে৩০ প্রো
কিছু ফাঁস হওয়া তথ্য মতে জানা গেছে, রেডমি কে৩০ প্রো ভারতের বাজারে পোকো এফ২ নামে আসতে পারে। যেমন রেডমি কে৩০ ৪জি ভারতের বাজারে পোকো এক্স২ নামে এসেছিলো।
রেডমি কে৩০ প্রো ফোনের গিগবেঞ্চ রিপোর্ট কিছুদিন আগে প্রকাশিত হয়েছে। ফোনটিতে স্ন্যাপড্রাগণ ৮৬৫ প্রসেসর এবং ৮জিবি র্যাম থাকছে। ফোনটি সিঙ্গেল কোর স্কোর ৯০৩ এবং মাল্টি কোর স্কোর ৩৩৬২। ফোনের অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ১০।
ফোনটিতে পাঞ্চহোল ডিসপ্লে থাকছে না। এতে পপআপ সেলফি ক্যামেরা ব্যবহার করা হবে। এর ডিসপ্লে হিসেবে থাকছে ওলেড প্যানেল। ডিসপ্লে রিফ্রেশ রেট রেডমি কে৩০ থেকে উন্নত হতে পারে।
রেডমি কে৩০ ফোনের মতো এতেও রাউন্ড শেইপের ক্যামেরা মডিউল থাকতে পারে। মূল ক্যামেরাটি হতে পারে সনি আইএমএক্স৬৮৬ এর ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা লেন্স।
কিছুদিন আগে ফোনটির দাম ফাঁস হয়েছে, রেডমি কে৩০ প্রো ফোনের দাম ২,৯৯৯ ইউয়ান (৩৬,২৮৫ টাকা) হতে পারে। এটি আরো কিছু ভেরিয়েন্টে বাজারে আসবে।