এন্ট্রি লেভেলের বাজারে স্যামসাং নিয়ে আসতে যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এম১১। ইতিমধ্যে ফোনটির রেন্ডার ছবি ও স্পেসিফিকেশন প্রকাশিত হয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এম১১ ফোনটি গুগল প্লে কনসোলে লিস্টিং করা হয়েছে। এর মানে ফোনটি খুব শীঘ্রই উন্মোচন করা হবে।
ফোনটিতে ৭২০*১৫৬০ পিক্সেল রেজুলেশনের ডিসপ্লে থাকছে। এর ডিসপ্লের উপরে বাম দিকে থাকছে পাঞ্চহোল সেলফি ক্যামেরা।
এতে স্ন্যাপড্রাগণ ৪৫০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর সাথে থাকছে ৩ জিবি র্যাম। এতে জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রিনো ৫০৬।
ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১০ এবং ওয়ান ইউআই ২.০ ব্যবহার করা হয়েছে। এটি বাজারে নীল, কালো এবং বেগুনি রঙে আসবে।
স্যামসাং গ্যালাক্সি এম১১ ফোনটিতে বাজারে কবে আসবে তা এখনো জানা যায়নি, তবে খুব শীঘ্রই হয়তো উন্মোচন করা হতে পারে।