ভিভো নিয়ে আসতে যাচ্ছে ভিভো নেক্স ৩এস ৫জি। ফোনটি ১০ই মার্চ উন্মোচন করা হবে। ইতিমধ্যে ফোনটির স্পেসিফিকেশন প্রকাশিত হয়েছে।
ভিভো নেক্স ৩এস ৫জি ফোনে ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে ব্যবহার করা হবে। ফোনটির ছবিতে পাঞ্চহোল বা নচ দেখা যায়নি। এর মানে ফোনটিতে পপআপ সেলফি ক্যামেরা ব্যবহার করা হতে পারে।
এতে স্ন্যাপড্রাগণ ৮৬৫ প্রসেসর থাকছে। এর সাথে থাকছে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।
ফোনটির পেছনে ট্রিপল ক্যামেরা থাকছে। মূল ক্যামেরাটি ৬৪ মেগাপিক্সেলের হবে আর অন্য দুটি ১৩ + ১৩ মেগাপিক্সেলের হতে পারে। সেলফি ক্যামেরা সম্পর্কে এখনো জানা যায়নি।
আরো পড়ুনঃ ওয়াটারফল ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল ক্যামেরায় ভিভো নেক্স ৩
এতে ৪,২৫০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকতে পারে। এর অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ১০ ও ফানটাচ ওএস ১০।
ভিভো নেক্স ৩এস ৫জি ১০ই মার্চ উন্মোচন করা হবে। ফোনটি নিয়ে বিস্তারিত সকল তথ্য জানতে আমাদের সাথেই থাকুন।