শাওমির সাবব্র্যান্ড রেডমি বাজারে নিয়ে আসতে যাচ্ছে স্ন্যাপড্রাগণ ৮৫৫ চিপসেটের স্মার্টফোন। নতুন এই ফোনটি চীনের বাজারে রেডমি সিরিজ আর ভারতের বাজারে পোকো সিরিজ দিয়ে উন্মোচিত হতে পারে।
সম্প্রতি ফোনটি নিয়ে অনেক তথ্য ফাঁস হয়েছে, তা থেকেই জানা গেছে এতে ৬.৯৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হবে। এর রেজুলেশন হবে ২৩৪০*১০৮০ পিক্সেল। ফোনটির প্রসেসর হিসেবে থাকবে স্ন্যাপড্রাগণ ৮৫৫। এতে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে।
এর পেছনে থাকবে ৩টি ক্যামেরা। মূল ক্যামেরাটি ৪৮ মেগাপিক্সেলের আর অন্য দুটি ১৩ ও ৮ মেগাপিক্সেলের হবে। সেলফি তোলার জন্য থাকবে ৩২ মেগাপিক্সেলের পপআপ ক্যামেরা।
এতে হেডফোন জ্যাক ও এনএফসি প্রযুক্তি থাকবে। ফোনটির পারফরম্যান্স হবে দুর্দান্ত।
ফোনটি সম্পর্কে শাওমির ব্যবস্থাপক লিউ উইবিং বলেছেন, আমরা একটি স্মার্টফোন নিয়ে কাজ করছি, যার জন্য আপানার অপেক্ষা করতে পারেন। ফোনটির পারফরম্যান্স হবে দুর্দান্ত।
মূলত রেডমি সাশ্রয়ী দামে ডিভাইস দিয়ে থাকে। তবে এই ফোনের দাম কেমন হবে তা জানা যায়নি। ফোনটি মে অথবা জুন মাসে উন্মোচন করা হতে পারে।
হয়তো সাশ্রয়ী দামে নতুন কোনো চমক নিয়ে আসছে রেডমি!