ভিভো নিয়ে আসতে যাচ্ছে ভিভো নেক্স ৩ ৫জি। ইতিমধ্যে ফোনটির কিছু স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। এতে স্ন্যাপড্রাগণ ৮৬৫ প্রসেসর ও ৮ জিবি র্যাম থাকছে।
ভিভো নেক্স ৩ ৫জি ফোনের গিগবেঞ্চ রিপোর্ট প্রকাশিত হয়েছে। ফোনটির সিঙ্গেল কোর স্কোর ৯২১ এবং মাল্টি কোর স্কোর ৩৩৬৯।
এতে ৬.৮৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকছে। এতে সেলফি তোলার জন্য থাকছে পপআপ সেলফি ক্যামেরা। ফোনটিতে ৪,২৫০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে।
আরো পড়ুনঃ ওয়াটারফল ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল ক্যামেরায় ভিভো নেক্স ৩
ফোনটির পেছনে ট্রিপল ক্যামেরা থাকছে। মূল ক্যামেরাটি ৬৪ মেগাপিক্সেলের, ১৩ মেগাপিক্সেলের টেলিফটো লেন্সের সাথে ২০এক্স জুম এবং ১৩ মেগাপিক্সেলের আল্টাওয়াইড লেন্স ব্যবহার করা হতে পারে। সেলফি ক্যামেরা কত মেগাপিক্সেলের হবে তা এখনো জানা যায়নি।
ভিভো নেক্স ৩ ৫জি ফোনটি আগামী মাসে উন্মোচন করা হতে পারে।