ভিভোর সাব-ব্র্যান্ড আইকিউওও নিয়ে আসতে যাচ্ছে আইকিউওও ৩। ফোনটি ইতিমধ্যে চীনের টেলিকম অথরিটি টেন্না থেকে অনুমোদন পেয়েছে।
সম্প্রতি টেন্নাতে আইকিউওও ৩ ফোনের স্পেসিফিকেশন প্রকাশিত হয়েছে। তবে টেন্নাতে ফোনটির কোনো ছবি প্রদান করা হয়নি।
টেন্না থেকে জানা গেছে, ফোনটিতে ৬.৪৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এর রেজুলেশন ১০৮০*২৪০০ পিক্সেল এবং রেশিও ২০ঃ৯। ডিসপ্লে রিফ্রেশ রেট ৬০ হার্জ হতে পারে।
এতে ২.৮৪ গিগাহার্জের অক্টা কোর স্ন্যাপড্রাগণ ৮৬৫ প্রসেসর হিসেবে ব্যবহার করা হবে। এটি ৬, ৮ ও ১২ জিবি র্যাম এবং ১২৮ ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টে বাজারে আসতে পারে।
ভিভো আইকিউওও ৩ তে কোয়াড ক্যামেরা থাকছে। মূল ক্যামেরাটি ৬৪ মেগাপিক্সেলের হবে এবং ১৩ ও ২ মেগাপিক্সেলের লেন্স থাকতে পারে। সেলফি তোলার জন্য থাকছে ১৬ মেগাপিক্সেলের পাঞ্চহোল ক্যামেরা।
এতে ৪,৩৭০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হতে পারে। ব্যাটারি দ্রুত গতিতে চার্জ করার জন্য থাকছে ৫৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি। এর অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১০ এবং ফানটাচ ওএস থাকছে।
ভিভো আইকিউওও ৩ কবে উন্মোচন করা হবে তা অফিসিয়ালি এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারিতে ভারতের বাজারে উন্মোচন করা হতে পারে।