চাইনীজ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপ্পো তাদের নতুন স্মার্টফোন অপ্পো এ৯ উন্মোচন করতে যাচ্ছে আগামী ৩০ এপ্রিল। এতে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা আর ৪,০২০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
অপ্পো এ৯ নিয়ে অনেক তথ্য ইতিমধ্যে অনলাইন দুনিয়াতে ফাঁস হয়েছে। সেই সকল তথ্য থেকে জানা গেছে, এতে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর পেছনে থাকবে ডুয়েল ক্যামেরা। বড় আকারের ব্যাটারি।
ফোনটিতে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে। ক্যামেরার ঠিক নিচের দিকেই রয়েছে এলইডি ফ্ল্যাশ। পেছনের দিকেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
এতে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে। ফোনটির প্রসেসর সম্পর্কে সঠিক জানা যায়নি।
ফোনটিতে ৪,০২০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। দ্রুত গতিতে চার্জ দেওয়ার জন্য রয়েছে ভোক ৩.০ প্রযুক্তি। এর অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৯ পাই এবং কালার ওএস ৬ ব্যবহার করা হয়েছে।
অপ্পো এ৯ এর সম্ভাব্য দাম হতে পারে ১,৭০০ ইউয়ান (২১,২৭৫ টাকা)। ফোনটি ৩টি আলাদা গ্রেডিয়েন্ট রঙে বাজারে আসবে।
ফোনটি সম্পর্কে পুরো তথ্যের জন্য অপেক্ষা করতে হবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।