মিড বাজেটের বাজারে পোকো নিয়ে এসেছে পোকো এক্স২। এটি পোকো ব্র্যান্ডের দ্বিতীয় স্মার্টফোন। তবে ফোনটি মূলত রেডমি কে৩০ এর রি-ব্র্যান্ডেড সংস্করণ।
পোকো এক্স২ স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ
ফোনটিতে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর রেজুলেশন ১০৮০*২৪০০ পিক্সেল ও রেশিও ২০ঃ৯। স্ক্রিন থেকে বডি রেশিও ৮৮.৮%। এর ডিসপ্লে রিফ্রেশ রেট ১২০ হার্জ এবং এইচডিআর ১০ সমর্থিত। ডিসপ্লের সুরক্ষার জন্য রয়েছে গরিলা গ্লাস ৫।
চিপসেটঃ
এতে ২.২ গিগাহার্জ অক্টাকোর স্ন্যাপড্রাগণ ৭৩০জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর জিপিউ হিসেবে অ্যাড্রিনো ৬১৮ রয়েছে।
র্যাম ও স্টোরেজঃ
- ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ
- ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ
- ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ
ক্যামেরাঃ
ফোনটির পেছনে কোয়াড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। মূল ক্যামেরাটি ৬৪ (এফ/১.৯) মেগাপিক্সেলের সনি আইএমএক্স৬৮৬ ওয়াইড লেন্স, ৮ (এফ/২.২) মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, ২ (এফ/২.৪) মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ও ২ (এফ/২.৪) মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ব্যবহার করা হয়েছে। এর ক্যামেরা দিয়ে ২১৬০ পিক্সেলে ভিডিও রেকর্ড করা যাবে।
এতে ডুয়েল পাঞ্চহোল সেলফি ক্যামেরা রয়েছে। মূল ক্যামেরাটি ২০ (এফ/২.২) মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা ও ২ (এফ/২.৪) মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে। এটি দিয়ে ১০৮০ পিক্সেলে ভিডিও ধারণ করা যাবে।
ব্যাটারি ও ওএসঃ
দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য ফোনটিতে ৪,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ব্যাটারি দ্রুত গতিতে চার্জ দেওয়ার জন্য রয়েছে ২৭ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি। এটি দিয়ে ব্যাটারি পুরো চার্জ করতে ৬৮ মিনিট লাগবে।
এর অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১০ ও মিইউআই ১১ ব্যবহার করা হয়েছে।
অন্যান্যঃ
ফোনটির সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। এতে হেডফোন জ্যাক ও আইআর ব্লাস্টার রয়েছে।
রঙ ও দামঃ
ফোনটি বাজারে নীল, পারপেল ও লাল গ্রেডিয়েন্ট কালারে পাওয়া যাবে।
পোকো এক্স২ ফোনের দামঃ
- ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ- ১৫,৯৯৯ রুপি (১৯,০৮৫ টাকা)
- ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ- ১৬,৯৯৯ রুপি (২০,২৮০ টাকা)
- ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ- ১৯,৯৯৯ রুপি (২৩,৮৫৫ টাকা)
পোকো এক্স ২ ভারতের বাজারে উন্মোচন করা হয়েছে। ফোনটি খুব শীঘ্রই হয়তো দেশের বাজারে পাওয়া যাবে।