১১ই ফেব্রুয়ারি স্যামসাং-এর একটি ইভেন্টে স্যামসাং গ্যালাক্সি এস২০ সিরিজের সাথে গ্যালাক্সি জেড ফ্লিপ উন্মোচন করা হবে। এটি হতে যাচ্ছে প্রতিষ্ঠানটির ২য় ফোল্ডেবল ফোন।
স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ফোনটিতে ডায়নামিক অ্যামোলেড প্যানেলটি অত্যন্ত চিকন একটি গ্লাস দিয়ে আবৃত থাকবে। এই গ্লাস ব্যবহার করার ফলে এটি স্যামসাং গ্যালাক্সি ফোল্ড থেকে আরো বেশি শক্তপোক্ত হবে।
ফোনটিতে সাইড মাইন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার করা হবে। এতে স্ন্যাপড্রাগণ ৮৫৫ প্লাস প্রসেসর থাকতে পারে। তবে কিছু কিছু ফাঁসকারি স্ন্যাপড্রাগণ ৮৫৫ উল্লেখ করেছে।
স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ফোনে ১ ইঞ্চি সাইজের একটি নোটিফিকেশন ডিসপ্লে প্যানেল থাকবে। তাতে চার্জিং স্পিড, ব্যাটারি, তারিখ, সময় এবং ক্যামেরা ভিউ ফাইন্ডার হিসেবে কাজ করবে।
আরো পড়ুনঃ ৭টি সেরা ফ্রি পিডিএফ এডিটর
এতে দুটি ১২ মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে, এর একটি ওয়াইড এবং অন্যটি আল্ট্রা ওয়াইড লেন্স। ফোনটির ব্যাটারি সম্পর্কে জানা যায়নি, তবে এর চার্জিং গতি ১৫ ওয়াটের হবে।
স্যামসাং গ্যালাক্সি এস২০ সিরিজ এবং গ্যালাক্সি জেড ফ্লিপ ১১ই ফেব্রুয়ারি উন্মোচন করা হবে। ফোনগুলো নিয়ে সকল তথ্য জানতে আমাদের সাথেই থাকুন।