শাওমির নিয়ে আসতে যাচ্ছে ফ্ল্যাগশিপ ফোন মি ১০। ফোনটি ফেব্রুয়ারিতে উন্মোচন করা হতে পারে। তবে এর আগেই ফোনটির কিছু স্পেসিফিকেশন ও ছবি প্রকাশিত হয়েছে।
শাওমি মি ১০ ফোনের সম্প্রতি ফাঁস হওয়া ছবি থেকে দেখা যাচ্ছে যে, এতে পাঞ্চহোল সেলফি ক্যামেরা এবং পেছনে কোয়াড ক্যামেরা থাকছে।
এতে ৬.৫ ইঞ্চি ওলেড ডিসপ্লে থাকছে, এর রিফ্রেশ রেট ৯০ হার্জ। এতে স্ন্যাপড্রাগণ ৮৬৫ প্রসেসর থাকছে। এর সাথে ৮ ও ১২ জিবি র্যাম ভেরিয়েন্ট।
ফোনটির পেছনে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে, এর সাথে ২০+১২+৫ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর। এতে ৪,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হতে পারে। ব্যাটারি দ্রুত গতিতে চার্জ করার জন্য থাকছে ৪০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি।
শাওমি মি ১০ ফোন উন্মোচিত হলেই নিশ্চিত হওয়া যাবে ফোনটির স্পেসিফিকেশন এবং দেখতে কেমন হবে।