অপ্পো মিড লো বাজেটের বাজারকে টার্গেট করে একের পর এক ডিভাইস বাজারে নিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় আসতে যাচ্ছে অপ্পো এ১কে। তো চলুন জেনে নেওয়া যাক, ফোনটির ফাঁস হওয়া স্পেসিফিকেশন ও মূল্য।
অপ্পো এ১কে তে থাকছে ৬.১ ইঞ্চি এইডি প্লাস ডিসপ্লে, এর রেশিও ১৯.৫ঃ৯। এতে মিডিয়াটেক হেলিও পি২২ প্রসেসর ব্যবহার করা হবে। এতে ২ জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে।
ফোনটিতে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হবে। এর ওজন হবে ১৬৫ গ্রাম। বাজারে ফোনটি কালো ও লাল রঙে আসবে। ফোনটি ভারতের বাজারে মূল্য ধরা হয়েছে ৭,৯৯০ রুপি (৯,৬৭০ টাকা)।
ভারতের বাজারে অপ্পো এ১কে খুব শীঘ্রই উন্মোচন করা হবে। আশা করা যায় দেশের বাজারেও খুব শীঘ্রই পাওয়া যাবে।