অপ্পো উন্মোচন করতে যাচ্ছে অপ্পো রেনো ৩। ফোনটি আগামী মাসে উন্মোচন করা হবে। তবে উন্মোচনের আগেই ফোনটির স্পেসিফিকেশন ফাঁস হয়েছে।
অপ্পো রেনো ৩ ফোনে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকছে। এর রিফ্রেশ রেট ৯০ হার্জ। এতে পাঞ্চহোল সেলফি ক্যামেরা থাকবে, ফোনটির উপরে বাম দিকে পাঞ্চহোলটি থাকবে।
এতে স্ন্যাপড্রাগণ ৭৩৫ ৫জি প্রসেসর ব্যবহার করা হবে। এর সাথে থাকছে ৮ জিবি র্যাম এবং ১২৮ ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।
এতে ৩২ মেগাপিক্সেলের পাঞ্চহোল সেলফি ক্যামেরা ব্যবহার করা হবে। ফোনটির পেছনে ৬০ মেগাপিক্সল ক্যামেরাসহ কোয়াড ক্যামেরা থাকছে।
ফোনটিতে ৪,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে। ব্যাটারি দ্রুত গতিতে চার্জ করার জন্য থাকছে ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি।
অপ্পো রেনো ৩ আগামী মাসে উন্মোচন করা হবে। ফোনটি নিয়ে সকল তথ্য জানতে আমাদের সাথেই থাকুন।