ভিভো মিড বাজেটের বাজারে নিয়ে এসেছে ভিভো জেড৫আই। ফোনটিতে ট্রিপল ক্যামেরা, স্ন্যাপড্রাগণ ৬৭৫ প্রসেসর ও বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
ভিভো জেড৫আই এর পুরো স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ
ফোনটিতে ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর রেজুলেশন ১০৮০*২৩৪০ পিক্সেল ও রেশিও ১৯.৫ঃ৯। স্ক্রিন থেকে বডি রেশিও ৮৪.৪%।
চিপসেটঃ
এতে ২.০ গিগাহার্জ অক্টাকোর স্ন্যাপড্রাগণ ৬৭৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর জিপিউ হিসেবে রয়েছে অ্যাড্রিনো ৬১২।
র্যাম ও স্টোরেজঃ
এতে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। যা মাইক্রো এসডি কার্ড দিয়ে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ক্যামেরাঃ
ফোনটির পেছনে ট্রিপল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। মূল ক্যামেরাটি ১৬ (এফ/১.৮) মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, ৮ (এফ/২.২) মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স ও ২ (এফ/২.৪) মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ব্যবহার করা হয়েছে। এর ক্যামেরা দিয়ে ২১৬০ পিক্সেলে ভিডিও রেকর্ড করা যাবে।
এতে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, এর অ্যাপার্চার এফ/২.০। সেলফি ক্যামেরা দিয়ে ১০৮০ পিক্সেলে ভিডিও ধারণ করা যাবে।
ব্যাটারি ও ওএসঃ
দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য ফোনটিতে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ব্যাটারি দ্রুত গতিতে চার্জ করার জন্য রয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি।
এর অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৯ পাই ও ফানটাচ ৯.২ ব্যবহার করা হয়েছে।
অন্যান্যঃ
ব্যবহারকারীর তথ্যের সুরক্ষার জন্য ফোনটির পেছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এতে হেডফোন জ্যাক ও রেডিও রয়েছে।
রঙ ও দামঃ
ফোনটি নীল ও কালো রঙে বাজারে পাওয়া যাবে।
ভিভো জেড৫আই ফোনের দাম ধরা হয়েছে ১,৭৯৮ ইউয়ান (২১,৭১০ টাকা)।
ডিসপ্লেতে গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে?