ওয়ানপ্লাস অফিশিয়ালি জানিয়েছে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন ওয়ানপ্লাস ৭ ও ৭ প্রো আগামী ১৪ মে তে উন্মোচন করা হবে। আকর্ষণীয় সব ফিচার এবং চমক নিয়ে আসছে ফোনগুলো।
ওয়ানপ্লাস ৭ প্রো এর সম্ভাব্য স্পেসিফিকেশনঃ
ওয়ানপ্লাস ৭ প্রো তে ৬.৭ ইঞ্চি কোয়াড এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হবে। এর রেজুলেশন ৩১২০*১৪৪০ পিক্সেল এবং রেশিও ১৯.৫ঃ৯। রিফ্রেশ রেট থাকবে ৯০ হার্জ। এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে।
এতে স্ন্যাপড্রাগণ ৮৫৫ প্রসেসর থাকবে। এতে ৫জি প্রযুক্তি থাকছে। ফোনটিতে ৬, ৮ ও ১২ জিবি র্যামের ভেরিয়েন্ট থাকবে। যথাক্রমে ইন্টারনাল স্টোরেজ হবে ১২৮ ও ২৫৬ জিবি।

ফোনটির পেছনে থাকবে ট্রিপল ক্যামেরা। ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সাথে থাকবে ১৬ মেগাপিক্সেলের ওয়াইড লেন্স এবং ৮ মেগাপিক্সেলের ৩এক্স জুম টেলিফটো লেন্স। সেলফি তোলার জন্য থাকবে ১৬ মেগাপিক্সেলের পপআপ সেলফি ক্যামেরা।
ওয়ানপ্লাস ৭ প্রো তে থাকবে বড় ব্যাটারি, এতে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হবে। সাথে থাকবে ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং। ফোনটি নীল, বাদামী এবং ধুসর রঙে পাওয়া যাবে।
ওয়ানপ্লাস ৭ এর সম্ভাব্য স্পেসিফিকেশনটাও জেনে নিনঃ
ওয়ানপ্লাস ৭ ফোনে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হবে। এর রেজুলেশন ২৩৪০*১০৮০ পিক্সেল।
এতে স্ন্যাপড্রাগণ ৮৫৫ প্রসেসর থাকবে। ফোনটিতে ৬ ও ৮ জিবি র্যাম এবং ১২৮ ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের ভেরিয়েন্ট থাকবে।

ছবি তোলার ফোনটির পেছনে থাকবে ডুয়েল ক্যামেরা। মূল ক্যামেরাটি ৪৮ মেগাপিক্সেলের, এর অ্যাপার্চার এফ/১.৭ এবং ৫ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। সেলফি ক্যামেরা সম্পর্কে জানা যায়নি।
এতে ৩ হাজার ৭০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকবে। এর সাথে থাকবে ২০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি।
এখন অপেক্ষা আগামী ১৪ মে পর্যন্ত। সকল আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন।