অনার ২৬ই নভেম্বর উন্মোচন করতে যাচ্ছে অনার ভি৩০ ও ভি৩০ প্রো ৫জি ফোন। উন্মোচনের আগেই ফোনটির স্পেসিফিকেশন ফাঁস হয়েছে।
অনার ভি৩০ ও ভি৩০ প্রো ফোনে ৬.৫৭ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে থাকছে। ফোন দুটির স্ক্রিন থেকে বডি রেশিও ৯১.৪৬%। এর প্রসেসর হিসেবে থাকছে কিরিন ৯৯০ ৫জি। এটি অনার ব্র্যান্ডের প্রথম ৫জি ফোন।
অনার ভি৩০ ফোনে ৬ ও ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকছে। অনার ভি৩০ প্রো তে ৮ জিবি র্যাম এবং ১২৮ ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকছে।
অনার ভি৩০ ও ভি৩০ প্রো ফোনের পেছনে ট্রিপল ক্যামেরা থাকছে। অনার ভি৩০ ফোনে ৪০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৬০০ ক্যামের সেন্সর, ৮ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং ৮ মেগাপিক্সেলের ওয়াইড এঙ্গেল লেন্স থাকছে। অনার ভি৩০ প্রো ফোনের মূল ক্যামেরা ও টেলিফটো লেন্স একই হতে পারে, তবে ১২ মেগাপিক্সেলের ভিডিওগ্রাফি লেন্স থাকছে। সেলফি তোলার জন্য থাকছে ডুয়েল ক্যামেরা।
অনার ভি৩০ ফোনে ৪,২০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ও ৪০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকছে। অনার ভি৩০ প্রো ফোনে ৪,১০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ও ৪০ ওয়াটের র্যাপিড চার্জিং প্রযুক্তি। ফোন দুটিতে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। এছাড়া এতে লিকুউড কুলিং সিস্টেম থাকছে।
অনার ভি৩০ সিরিজ ২৬ই নভেম্বর উন্মোচন করা হবে। ফোন দুটি নিয়ে বিস্তারিত সকল তথ্য জানতে আমাদের সাথেই থাকুন।