হুয়াওয়ে বাজারে নিয়ে আসতে যাচ্ছে বহুল জনপ্রিয় নোভা সিরিজের ফোন হুয়াওয়ে নোভা ৬ ৫জি। এতে পাঞ্চহোল ডুয়েল সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
সম্প্রতি চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে হুয়াওয়ে একটি ভিডিও পোস্ট করেছে। এতে বিশেষ কোনো তথ্য প্রদান করা হয়নি। তবে শুধু নিশ্চিত হওয়া গেছে, ফোনটিতে পাঞ্চহোল ডুয়েল সেলফি ক্যামেরা রয়েছে, যা ওয়াইড সেলফি তুলতে সক্ষম।
হুয়াওয়ে নোভা ৬ ৫জি ফোনে ৬.৪৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকছে। এতে কিরিন ৯৯০ প্রসেসর ব্যবহার করা হবে, এর সাথে ৫জি মডেম যুক্ত করা হয়েছে।
ফোনটির পেছনে কোয়াড ক্যামেরা থাকতে পারে। মূল ক্যামেরাটি ৬০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৬৮৬ ক্যামেরা সেন্সর আর অন্য তিনটি হলো ১৬ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ও ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর।
এতে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে। ব্যাটারি দ্রুত গতিতে চার্জ করার জন্য থাকছে ৪০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি।
হুয়াওয়ে নোভা ৬ ৫জি ফোনের আনুমানিক দাম হতে পারেঃ
- ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ- ৩,৪৯৯ ইউয়ান (৪২,২০০ টাকা)
- ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ- ৩,৭৯৯ ইউয়ান (৪৫,৮২০ টাকা)
- ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ- ৪,০৯৯ ইউয়ান (৪৯,৪৩৬ টাকা)
ফোনটি কবে উন্মোচন করা হবে তা এখনো জানা যায়নি।