২০২০ সালে শাওমি নিয়ে আসতে যাচ্ছে ১২০ হার্জের ওলেড ডিসপ্লের ফোন। শাওমি এটি নিয়ে ইতিমধ্যে পরীক্ষা চালিয়েছে।
সম্প্রতি চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে একজন লিকার শাওমির নতুন এই পরীক্ষাটি নিয়ে তথ্য ফাঁস করেছে। শাওমি ইতিমধ্যে ১২০ হার্জের ডিসপ্লের পরীক্ষা চালাচ্ছে। তবে বাণিজ্যিকভাবে আগামী বছর থেকে পাওয়া যাবে।
আগামী বছর থেকে শাওমির ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে ১২০ হার্জের ডিসপ্লে দেখা যেতে পারে। যদি এমন হয় তাহলে শাওমির ফোনগুলো হবে ফ্ল্যাগশিপ কিলার।
আরো পড়ুনঃ
- ওয়ানপ্লাস নর্ড এন১০ ৫জিঃ স্ন্যাপড্রাগণ ৬৯০ এবং ৯০ হার্জ ডিসপ্লে
- মিড বাজেটের ফোন ওয়ানপ্লাস নর্ড এন১০০
- হুয়াওয়ে মেট ৪০ঃ ওলেড ডিসপ্লে, ট্রিপল ক্যামেরা এবং কিরিন ৯০০০ই
- হুয়াওয়ে মেট ৪০ প্রো এসেছে ৯০ হার্জ ডিসপ্লে, কিরিন ৯০০০ এবং কোয়াড ক্যামেরা
- হুয়াওয়ে ওয়াই৭এ এসেছে কিরিন ৭১০এ, কোয়াড ক্যামেরা এবং ৫ হাজার মিলি ব্যাটারি