ভিভো ১৪ই নভেম্বর উন্মোচন করতে যাচ্ছে ভিভো এস৫। ফোনটিতে স্ন্যাপড্রাগণ ৭১২ প্রসেসর, কোয়াড ক্যামেরা ও বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
সম্প্রতি টেন্নাতে ভিভো এস৫ ফোনের কিছু স্পেসিফিকেশন প্রকাশিত হয়েছে। টেন্নাতে ফোনটির দুটি মডেল উল্লেখ করা হয়েছে- ভি১৯৩২এ এবং ভি১৯৩২টি।
ভিভো এস৫ ফোনে ৬.৪৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হবে।
এতে ২.৩ গিগাহার্জ অক্টাকোর স্ন্যাপড্রাগণ ৭১২ প্রসেসর ব্যবহার হয়েছে। এর সাথে থাকছে ৮ জিবি র্যাম এবং ১২৮ ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।
ফোনটির পেছনে ৪৮ + ৮ + ৫ + ২ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা থাকতে পারে। সেলফি তোলার জন্য থাকছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা।
ফোনটিতে ৪,০১০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হতে পারে। ব্যাটারি দ্রুত গতিতে চার্জ করার জন্য থাকছে ২২.৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি। এর অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৯ পাই ও ফানটাচ ওএস ব্যবহার করা হবে।
ভিভো এস৫ ১৪ই নভেম্বর উন্মোচন করা হবে। ফোনটির ব্যাপারে বিস্তারিত সকল তথ্য জানতে অপেক্ষা করতে হবে।