আগামী ৫ই নভেম্বর শাওমি উন্মোচন করতে যাচ্ছে মি নোট ১০। শুধুমাত্র চীনের বাজারে ফোনটির নাম হবে মি সিসি৯ প্রো। ফোনটিতে ১০৮ মেগাপিক্সেল পেন্টা ক্যামেরা ব্যবহার করা হবে।
সম্প্রতি শাওমি মি নোট ১০ ফোনের কিছু তথ্য জানিয়েছে। এটি হতে যাচ্ছে পৃথিবীর প্রথম ১০৮ মেগাপিক্সেল পেন্টা ক্যামেরা।
ফোনটিতে স্ন্যাপড্রাগণ ৭৩০জি প্রসেসর ব্যবহার করা হবে। এতে ৬ / ৮ / ১২ জিবি র্যাম ও ৬৪ / ১২৮ / ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টে বাজারে আসতে পারে।
ফোনটির পেছনে ৫টি ক্যামেরা সেন্সর থাকছে। মূল ক্যামেরাটি হবে ১০৮ মেগাপিক্সেলের আর ১২ ও ২০ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর থাকছে। ফোনটিতে ৫এক্স অপটিক্যাল জুম ফিচার থাকছে।
শাওমি মি নোট ১০, মি স্মার্ট টিভি ও মি স্মার্ট ওয়াচ আগামী ৫ই নভেম্বর উন্মোচন করা হবে।